জামায়াতের সুরা সদস্য বাশারসহ ৪ জন রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামী মহানগর মজলিসের সুরা সদস্য আবুল বাশারসহ চারজনের দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
এ দিন ঢাকার সিএমএম আদালতে আসামি আবুল বাশারসহ চারজনকে ফের পাঁচদিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুদিন করে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক, আবুল বাশার ও শিব্বির আহমেদ।
এদিকে, এই মামলায় সিরাজুল ইসলাম, মাহবুব আলী ও আব্দুল হাকিম সরকারকে দুদিনের রিমান্ড শেষে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় সিরাজুল ইসলাম ও মাহবুব আলী আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একত্র হয়ে জনসাধারণের মধ্যে ভীতিসঞ্চার, সরকারকে উৎখাত, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কার্যকলাপসহ ত্রাসসৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হন বলে অভিযোগ ওঠে। এসময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।