জেলা জজের মৃত্যুতে জাপার শোক
লালমনিরহাটের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফেরদৗস আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রয়াত বিচারক মো. ফেরদৌস আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, 'প্রয়াত ফেরদৌস আহমেদ লালমনিরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সততা ও বিশ্বস্ততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।' তিনি আরো বলেন, 'প্রয়াত ফেরদৌস আহমেদ দীর্ঘদিন বেঁচে থাকবেন তাঁর পূণ্যময় কীর্তির মধ্যে।'
গতকাল বুধবার রাত ৮টায় লালমনিরহাটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার জানান, ২০১৯ সালের ২ অক্টোবর ভোলা থেকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন মো. ফেরদৌস আহমেদ। তিনি গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে যান এবং ৪ জুন আদালতে বিচারকাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে আসেন। এরপর তিনি অসুস্থ হলে তাঁর করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্টে পজিটিভ ধরা পড়ার পরই তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।