জয়পুরহাটে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় ১০ বছরের কারাদণ্ড
জয়পুরহাটের কালাই উপজেলায় এক স্কুলছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম নামের এক প্রাইভেট শিক্ষকের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ওই আসামির অনুপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রোস্তম আলী এ রায় দেন করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
জেলা আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (নারী ও শিশু) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী মামলার বরাতে জানান, গত ২০১২ সালের ১৩ মার্চ সকালে আসামি আরিফুল ইসলাম চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শিক্ষক আরিফুলকে আসামি করে কালাই থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসামি আরিফুল ইসলাম মুক্ত হয়ে এখন পর্যন্ত পলাতক রয়েছেন। মামলার তদন্ত শেষে আজ আসামির অনুপস্থিতেই জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রোস্তম আলী এ রায় দেন করেন।