ঝালকাঠিতে আম্পান আতঙ্ক, ৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/20/jhalokathi.jpg)
করোনা দুর্যোগের মধ্যেই সুপার সাইক্লোন আম্পান নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সুগন্ধা ও বিষখালী নদীবেষ্টিত উপকূলীয় জেলা ঝালকাঠির বাসিন্দারা। আজ বুধবার সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। নদী উত্তাল থাকায় ছোট-বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
১০ নম্বর মহাবিপদ সংকেতের পর ঝালকাঠি সদর ও অন্য তিনটি উপজেলার ২৭৪টি আশ্রয়কেন্দ্রে তিন হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন। সাইক্লোন শেল্টারগুলোতে ৮৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া প্রয়োজনে সরকারি বিভিন্ন পাকা স্থাপনা ও প্রতিবেশীর পাকা ভবনেও আশ্রয় নেওয়া যাবে।
আম্পান মোকাবিলায় ৪০টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। দুর্যোগের প্রস্তুতির জন্য রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যরা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সুগন্ধা ও বিষখালী নদীতীরের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মাইকিং করে লাল নিশানা টানিয়েছে জেলা তথ্য অফিস, রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যরা। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষকে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়নি। রাতে আশ্রয়কেন্দ্রে এসে আজ সকাল পর্যন্ত কোনো খাবার পাননি বলে অভিযোগ করেছেন আশ্রয়কেন্দ্রে আসা কয়েকজন।