ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ
ঝিনাইদহের সীমান্ত উপজেলা মহেশপুরে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার যুগিহুদা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আহত মনির একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।
মনির হোসেন উপজেলার ঘুগরি-পান্তাপাড়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের ভাষ্যমতে, প্রতিবেশী দেশ থেকে মাদকের একটি চালান আসছে—এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের রাস্তায় অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গুলি চালালে মনির হোসেন আহত হন। এ সময় আহত অবস্থায় আটক করা হয় মনিরকে।
এসপি হাসানুজ্জামানের দাবি, ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মনিরকে প্রথমে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোরের দিকে ঝিনাইদহের ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এসপি আরো দাবি করেন, মনির শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।