টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় টাকা লোভ দেখিয়ে দশ বছরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি রবিউল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত ১৯ এপ্রিল ১০ বছরের ওই শিশুকে রবিউল টাকার লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে এসে তার বাবা-মাকে জানায়। এই অভিযোগে গত ২১ এপ্রিল রবিউলকে আসামি করে শিশুটির বাবা থানায় একটি ধর্ষণ মামলা করেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আসামি রবিউলকে স্থানীয় বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত রবিউলকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।