টেকনাফে চার লাখ পিস ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর রাতে নাফ নদীর লেদা খাল পয়েন্ট থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, গতকাল বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে বলে জানতে পারে। আজ ভোর রাতে ওই এলাকায় বেড়িবাঁধের পেছনে গোপনে অবস্থান নেয়। এ সময় বিজিবির টহলদল পাঁচ থেকে ছয়জন ইয়াবা কারবারিকে লেদা খালের পশ্চিম দিক দিয়ে চারটি ব্যাগ কাঁধে করে নাফ নদীর কিনারা হয়ে লবণ মাঠের দিকে আসতে দেখে। বিজিবি টহলদল ইয়াবা কারবারিদের চ্যালেঞ্জ করে এগিয়ে যায়। এ সময় ইয়াবা কারবারিরা বস্তাগুলো ফেলে দিয়ে লেদা খালের আঁড় দিয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল তল্লাশি করে চারটি ব্যাগ জব্দ করে। জব্দকৃত ব্যাগের ভেতর থেকে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, পলাতক ইয়াবা কারবারীদের শনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। জব্দকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হচ্ছে।