টেকনাফে ‘বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে দাবি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, নিহত যুবক ইয়াবা পাচারকারী। আজ শুক্রবার ভোররাতে টেকনাফের লেদা ছ্যুরি খাল সীমান্তের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুর কবির (২৮)। তিনি টেকনাফের জাদিমুরা ব্রিটিশপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের ভাষ্যমতে, লেদা ছ্যুরি খাল সীমান্তের বেড়িবাঁধ এলাকায় তিন থেকে চারজনকে কেওড়া বাগানের মাটি খুঁড়তে দেখেন টহলরত বিজিবি সদস্যরা। এ সময় টর্চের আলোতে তাঁরা দেখতে পান, মাটির ভেতর থেকে একটি কালো পলিথিনের বস্তা বের করা হচ্ছে। পরে বিষয়টি অনুসন্ধানের জন্য বিজিবির সদস্যরা এগিয়ে গেলে তাঁদের ওপর গুলি ছোড়া হয়। পরে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় দুপক্ষের মধ্যে ৮ থেকে ১০ মিনিট গুলিবিনিময় হয়। একপর্যায়ে তারা পিছু হটে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মোহাম্মদ ফয়সল হাসান।
বিজিবি অধিনায়ক আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
গত দুই বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন নারীসহ ৫১ রোহিঙ্গা সদস্য রয়েছেন।