ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/16/tangail-road.jpg)
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজ শুক্রবার সকাল থেকে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এতে করে দীর্ঘমেয়াদি যানজটের শঙ্কা দেখা দিয়েছে। যানজটের কবলে চালক ও ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। আবার কোথাও কোথায় গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।
ইয়াসির আরাফাত আরও জানান, যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।