তারেক রহমান জনগণের অধিকার ফিরিয়ে দিতে দেশে আসবেন : শামীম
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আসবেন। বাংলাদেশের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেশের জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন তিনি।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম।
বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, ওয়ান ইলেভেন আওয়ামী লীগের আন্দোলনের ফসল। সেই সময় থেকে খালেদা জিয়া আমাদেরকে জেনারেল মইন-ফখরুদ্দীনের বিরুদ্ধে আন্দোলন করার নির্দেশ দিয়েছিলেন। সে সময় কিছু ষড়যন্ত্রকারী তারেক রহমানকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করেছেন। কিন্তু তারপরও তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রমাণ করতে পারেনি। এই অবৈধ সরকারও অনেক চেষ্টা করেছে কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ করতে পারেনি। তারেক রহমান শহীদ জিয়া ও খালেদা জিয়ার সন্তান। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তিনি জনগণের কাছে কাছে গিয়ে মানুষের খবর নিয়েছেন, তাতেই তিনি হয়ে উঠেছেন আকাশচুম্বী জনপ্রিয়তার এক নেতা। তিনি এত জনপ্রিয় যে আগামী দিনে তারেক রহমানকেই জনগণ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবে ইনশা আল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনেছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এক যুগ পার হয়ে গেলেও এখনো সে অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি কেউ। এ থেকে বোঝা যায়, তারেক রহমান ও বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রের প্রয়াস হিসেবে তারেক রহমানকে অভিযুক্ত করে দেশের আগামীর রাষ্ট্র নায়ককে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, কিন্তু তা সফল হয়নি। ইনশা আল্লাহ তারেক রহমান ফিরে আসবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, তারেক রহমান ফিরে আসবেন। দেশ ও জনতার জন্যই তিনি মামলা হামলা হুলিয়া উপেক্ষা করে তিনি বাংলাদেশ আসবেন এবং দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করবেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুরুল আলম তালুকদার ও ফৌজুল কবির ফজলুর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, এস এম মামুন মিয়া, মনজুর উদ্দিন চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, লায়ন হেলাল উদ্দিন, মফজল আহমদ চৌধুরী প্রমুখ।