‘দল পরিবর্তন করব না, কর্মী হিসেবেই কাজ করে যাব’
দলের নির্দেশনা না মেনে সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করব না বা অন্য কোনো দলেও যোগ দেব না। কর্মী হিসেবেই কাজ করে যাব। রাজনীতি করতে দলের প্রয়োজন আছে। কিন্তু, পদের প্রয়োজন নেই।
নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তৈমূর আলম খন্দকার এ কথা জানান।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব।’
বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৈমূর বলেন, ‘মহাসচিব ঘোষণা দিলেন, দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে না, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যেতে চায়, যেতে পারবে। আমি নারায়ণগঞ্জের খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করি। আমি যখন ভোটে গেলাম, দল থেকে কেউ আমাকে টেলিফোন করে বা চিঠি দিয়ে বলেনি যে, নির্বাচনে যাওয়া যাবে না।’
তৈমূর বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে—আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা ভোট ডাকাতির বাক্স। আগে বলা হতো, এটি ভোটচুরির বাক্স। কিন্তু না, এটা আসলে ভোট ডাকাতির বাক্স।’
তৈমূর আরও বলেন, ‘আমি মনে করি—রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু, পদবি দরকার হয় না। আমার প্রতি দলের এ সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে, আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী হিসেবে কাজ করে যাব। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’
নির্বাচনে তৈমূরের হয়ে কাজ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তৈমূর আলম খন্দকার বলেন, ‘আমার জন্য যা-ই হয়েছে, কিন্তু, এরকম একজন এ টি এম কামাল নারায়ণগঞ্জে তৈরি করা অনেক কঠিন ব্যাপার হবে। দলের জন্য বহুবার মৃত্যুকে আলিঙ্গন করেছে সে।’