দিনাজপুরে ধর্ষণচেষ্টায় একজনের ১০ বছরের কারাদণ্ড
দিনাজপুর পার্বতীপুর উপজেলার আলোচিত ধর্ষণচেষ্টার মামলায় ইছাহাক নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
আজ রোববার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
জানা গেছে, ২০২০ সালের ৫ অক্টোবর জেলার পার্বতীপুর উপজেলায় নয় বছরের ওই শিশু বাড়ির সামনে বিকেলে খেলা করছিল। এ সময় ফুসলিয়ে আসামি শিশুটিকে বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ইছাহাক পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা ৮ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খাইরুল আলম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট তৈয়বা বেগম।