দুই গ্রামবাসীর সংঘর্ষকালে হৃদরোগে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে বিবদমান দুটি গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় আট পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পরমানন্দপুর গ্রামের দেওয়ান গোষ্ঠী ও খাঁ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাতে খাঁ গোষ্ঠীর আইয়ুব খান ও তাঁর ছেলেকে মারধর করে দেওয়ান গোষ্ঠীর লোকজন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে আজ সকাল থেকে দুপক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এভাবে দুপুর পর্যন্ত চলে এ সংঘর্ষের জের। এ সময় পুলিশ সংঘর্ষে জড়িতদের ধাওয়া দিলে হৃদরোগে খাঁ গোষ্ঠীর শামসুল হক (৫০) মারা যান। এ ঘটনায় আট পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত লোক আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন টিটু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষে জড়িতদের নিয়ন্ত্রণে পুলিশ ধাওয়া দিলে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নিহত শামসুল হক কিছুদিন আগে হার্টের চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।