ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে খাইরুল ইসলাম (২৩) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুদিন পর চর থেকে উদ্ধার করেছে পুলিশ।
খাইরুল সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রি আবদুল মালেকের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন খাইরুল ইসলাম। এর দুদিন পর আজ রোববার সদরের পাঁচগাছী ইউনিয়নের ভেলাকোপার একটি চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে খায়রুল নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় খাইরুলের লাশ বলে শনাক্ত করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, আজ দুপুরে চরে স্থানীয়রা একটি লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। লাশটি ধরলা ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবক খায়রুলের বলে শনাক্ত করা হয়েছে।