নকশাবহির্ভূত বাড়ি, নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর নিকেতনে নকশা না মেনে ভবন নির্মাণ করার অপরাধে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের অঞ্চল ৪-এর অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন।
রাজউক কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, ‘সকাল থেকেই নিকেতন এলাকায় রাজাউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছিলেন। সে সময় ই ব্লাকের ৬ নম্বর রোডের ওই নির্মাণাধীন ভবনেও অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ভবন নির্মাণে দায়িত্বরতদের কাছে কাগজপত্র দেখতে চান। বাড়িটি নির্মাণ করছেন শাকিব খান। সেখানে তাঁর নিয়োজিত তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ও তাঁর ভগ্নিপতি বাড়ির কাগজপত্র দেখাতে নিয়ে এলে তাতে অসঙ্গতি ধরা পড়ে। কাগজপত্র ঘেঁটে দেখা যায়, রাজউকের যথাযথ নকশা ও নিয়ম মেনে বাড়িটি নির্মাণ করা হয়নি। সেই কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
মোহাম্মদ হোসেন আরো বলেন, ‘জরিমানার পর ভবনটির ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকায় আজ সারা দিন অভিযান চলবে।’ তবে ম্যানেজারের নাম জানাননি রাজউক কর্মকর্তা।