নরসিংদীতে করোনা প্রতিরোধে মাঠে প্রশাসন
নরসিংদীতে করোনা মোকাবিলায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। সংক্রমণ রোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রচারে নেমেছেন জেলা প্রশাসক নিজেই। আজ শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রচারে নামেন।
সচেতনতামূলক কাজের অংশ হিসেবে বিভিন্ন মার্কেট, সড়ক ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
সকাল ১১টার দিকে জেলার ইনডেক্স প্লাজা মার্কেটের সামনে থেকে ক্যাম্পেইন শুরু হয়। শহরের বাজীর মোড় হয়ে পৌরসভার মুক্তিযোদ্ধা চত্বরসহ বাসস্ট্যান্ড এলাকায় এ ক্যাম্পেইন পরিচালনা করেন জেলা প্রশাসক।
এ সময় জেলা প্রশাসক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। যারা মাক্স ব্যবহার করেন না, তাদেরকে মাক্স পরিয়ে দেন এবং মাক্সের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন মার্কেট এবং দোকানদারদের ‘নো-মাক্স, নো-সার্ভিস’ সেবা চালু করার অনুরোধ করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুসফিকুর রহমান, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ, নরসিংদী সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ প্রমুখ।
সম্প্রতি জেলায় করোনার বিস্তার বেড়ে গেছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার গড়ে ৩০ শতাংশের বেশি।