নরসিংদীতে চলন্ত মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/18/nnn_1.jpg)
নরসিংদীতে এক নারী শ্রমিককে (২০) মাইক্রোবাসের ভেতর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে সদর থানার চিনিশপুর পশ্চিমপাড়া বেলতলা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নির্যাতিতা ওই শ্রমিক পঞ্চগড় জেলার বাসিন্দা। তিনি নরসিংদী শহরে বসবাস করে স্থানীয় কারখানায় শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তাঁর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। তিনি এক সন্তানের মা।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী শহরের বাসাইলের বাসিন্দা মিজান মিয়া ওরফে আরিয়ান (২০), সাইফুল ইসলাম (২৪) ও পলাশ উপজেলার ধানইর চর এলাকার সোহেল মিয়া (২৪)।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিতা ওই নারী শ্রমিকের সঙ্গে মিজানের মোবাইল ফোনে পরিচয় হয়। গতকাল সন্ধ্যায় ওই নারী চিনিশপুর পশ্চিমপাড়া বেলতলা এলাকায় মিজানের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় মিজান তাঁকে ঘুরতে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে ওঠান। নারী শ্রমিক মাইক্রোবাসে ওঠার সঙ্গে সঙ্গে আগে থেকে মাইক্রোবাসে থাকা মিজানের সহযোগীরা তাঁকে বেঁধে ফেলেন। পরে মাইক্রোবাসের ভেতরেই মিজান ও তাঁর সহযোগীরা তাঁকে ধর্ষণ করেন। পরে রাতে অসুস্থ অবস্থায় তাঁকে হাইওয়ে সড়কের পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যান ধর্ষকরা।
আজ বুধবার ওই নারী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ নারী শ্রমিকের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন। প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ব্যবহৃত সাদা রঙের মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এই ঘটনায় নরসিংদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে হাজির করা হলে মিজান ও সোহেল মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের কাছে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আমরা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি। পরে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।