নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধনে মেয়র আইভি
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম পরিবর্তন করে কালেক্টরেট স্কুল নামকরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। ঘোষণা করা হয়েছে তিন দফা। ওই মানববন্ধনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জেলা প্রশাসক আমাদের সঙ্গে নিয়ে দাবি বাস্তবায়ন না করলে প্রথমে শিক্ষামন্ত্রীর কাছে যাওয়া হবে। কাজ না হলে নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।
স্কুলের সামনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মেয়র বলেন, ‘আমাদেরকে না জানিয়ে কালেক্টরেট শব্দটি ব্যবহার করে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এটি আগের নামেই থাকবে। প্রশাসনের কাছে এই দাবি থাকবে আমাদের।’
আইভি বলেন, ‘যেহেতু বাংলাদেশ সরকার এখন কোথাও কালেক্টর শব্দটি ব্যবহার করছে না, সেখানে কেনো প্রিপারেটরি নামের সঙ্গে কালেক্টর শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে ?’ জেলা প্রশাসকের উদ্দেশে তিনি বলেন, ‘প্রয়োজনে তিনি (ডিসি) আরেকটি স্কুল তৈরি করে সেখানে এই নাম দিক।’
স্কুলটির সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘সাবেক ডিসির নামে যে ভবন করা হয়েছে, সেটি ডিসি সাহেবের টাকায় করা হয়নি। এটি স্কুলের টাকায় করা হয়েছে। আমাদের সাবেক প্রধান শিক্ষক আয়েশা জালাল, যার হাত ধরে আমরা নারায়ণগঞ্জের হাজার হাজার ছেলেমেয়ে বড় হয়েছি, বিভিন্ন জায়গায় আজ আমরা প্রতিষ্ঠিত, সেই শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে এই ভবনটি করা হবে। আমরা সেই দাবি জানাচ্ছি।’
আইভি আরও বলেন, ‘এই জায়গাটি শিল্প মন্ত্রণালয়ের। আদমজীর ছিল। সব থেকে বেশি যিনি সহযোগিতা করেছেন, তিনি হলেন ড. ক্যাপ্টেন রহমান। তাঁকে আমরা সবাই চিনি। এই প্রজন্মের কেউ না চিনলেও আমাদের বাবা-মা সবাই তাঁকে চিনত। তিনি যেহেতু এই জায়গাটি আমাদের এনে দিয়েছিলেন, সেহেতু তাঁর নামে একটি অডিটোরিয়াম হবে এবং এই স্কুলের প্রথম সভাপতি এইচ টি ইমামের একটি প্রতিকৃতি স্থাপন করব। আমাদের দাবি—প্রশাসন আমাদের নিয়ে এসব কাজ বাস্তবায়ন করুক।’
বর্তমান ডিসির প্রতি আমার বিশ্বাস আছে উল্লেখ করে মেয়র আইভি বলেন, ‘তিনি (ডিসি) টেবিলটকের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন। যদি করে দেন, গুড অ্যান্ড ওয়েল। আমরা অবশ্যই স্বাগত জানাব। আর যদি না করেন, তাহলে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব। নিয়ম অনুযায়ী এগোবো। তাতেও কাজ না হলে নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’