নেত্রকোনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের দায়ে আটক ১
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে মো. জহিরুল ইসলাম ফকির নামে একজন পরীক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যেরা।
আজ শুক্রবার সকালে নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র করা হয়। শুক্রবার পরীক্ষা চলাকালে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবন ৩০৩ নম্বর কক্ষে মো. জহিরুল ইসলাম ফকির মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে (হোয়াটসঅ্যাপ) এ হলের বাইরে পাঠায়।
বিষয়টি টের পেয়ে এনএসআইয়ের লোকজন ওই হলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে জানালে তাৎক্ষণিক জহিরুল ইসলাম ফকিরকে চ্যালেঞ্জ করা হয়। তার পরীক্ষার রোল নম্বর ২০১৮৯১৭। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে ওই হলে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে জহিরুল ইসলাম ফকিরকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক মো. সোহেল রানা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জহিরুল ইসলাম ফকিরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।