নৌকায় ভোট না দিলে দেশ পিছিয়ে পড়বে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘দারিদ্র্য দূরীকরণসহ সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে পারছে। তাই সবাই মিলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। নয়তো দেশ আবারও পিছিয়ে পড়বে।’
আজ শনিবার (২৯ এপ্রিল) নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের রূপগঞ্জ বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগার, শহীদ মিনার ও ইউপি অফিস পুনঃসংস্কারের পর উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বাউসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, আওয়ামী লীগনেতা অ্যাডভোকেট দীপক ধর গুপ্ত, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন প্রমুখ।