নড়াইলে ঘর পোড়ানোর মামলায় পাঁচজনকে কারাদণ্ড
নড়াইলে ঘর পোড়ানোর অভিযোগে পাঁচজনের বিভিন্ন অভিযোগে পাঁচ বছর চার মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ এ রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২১ নভেম্বর রাত ১টার দিকে বাদী শফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই গ্রামের মো. রাসেল মোল্লা, মো. জুয়েল মিয়া, মিন্টু মোল্লা, রুবেল মিয়া, সুমন মোল্লা ও আরিফুল শেখ পেট্রোল দিয়ে বসতঘরে আগুন লাগায়। এতে বাদীদের ঘরে থাকা মোটরসাইকেল, বাইসাইকেল, ৩০ মণ ধানসহ বিভিন্ন মালামালসহ আনুমানিক চার লাখ ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাদীপক্ষের মামলা প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে পাঁচ বছর চার মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। পরে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি সরদার মাহবুব, আসামিপক্ষে অ্যাডভোকেট নিয়াজ মাহমুদ তুহিন।