পাবনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্য
পাবনার সুজানগর উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নওয়াগ গ্রামের দুই ভাই বাকি বিল্লাহ ও মো. সাগর শেখের দুই ছেলে হামজা ও শাহাবুদ্দিন স্কুল থেকে বাড়িতে এসে কাউকে কিছু না বলেই বাড়ির পাশে বাঁধ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। বাড়ির লোকজন দুপুর ১টার দিকে তাদের খোঁজাখুঁজি করতে গেলে বাড়ির পাশের পুকুরে চতুর্থ শ্রেণির ছাত্র হামজা ও তৃতীয় শ্রেণির ছাত্র শাহাবুদ্দিনকে ভাসতে দেখে।
পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর সংবাদে এলকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।