পেঁয়াজের দাম কমেছে, দাবি বাণিজ্যমন্ত্রীর

বাজারে পেঁয়াজের দাম কমেছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমাদের কাছে টিসিবি যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। তবে কত টাকা থেকে ১০ টাকা কমেছে, এমন প্রশ্নের জবাব দেননি বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী আজ সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে তাঁর সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট সৌজন্য সাক্ষাৎ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম আরো ১৫ থেকে ২০ দিন এমনই থাকবে। তার পরও আমাদের মনিটরিং টিম বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।
টিপু মুনশি বলেন, ভারত আমাদের দেশে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কিংবা আমাদের নিজস্ব পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম একটু বেশিই থাকবে। তবে ভারত ব্যাঙ্গালোর থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ভারতের ওই রাজ্য থেকে ৯ হাজার টন পেঁয়াজ আসবে। আমরা যোগাযোগ করছি, ভারত যেন পুরোপুরি নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেয়।