প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা বিজয়ের মৃত্যু
সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজয় জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও কামারখন্দ উপজেলার জামতৈল সরকারি হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
বিজয়ের মৃত্যুতে শোক ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
জানা গেছে, গত ২৬ জুন বিকেলে সিরাজগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রলীগ। ওই অনুষ্ঠানে যাওয়ার পথে এনামুল হক বিজয়ের ওপর হামলা চালায় ছাত্রলীগের একটি পক্ষ। হামলায় গুরুতর আহত হন বিজয়।
এ ঘটনায় জেলা ছাত্রলীগের দুজন সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিন এবং ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, জাহিদুল ইসলাম ও সাগরসহ নয়জনকে আসামি করে মামলা করা হয়।
এরই মধ্যে পুলিশ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিন, একই মহল্লার বাসিন্দা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, সিরাজগঞ্জ পৌর এলাকার ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম ও দিয়ারধানগড়া মহল্লার সাগর।
মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, মোবাইল ট্র্যাকিং করে গত মঙ্গলবার ভোরে সদর উপজেলার বহুলী এলাকা থেকে আল-আমিন ও সাগরকে এবং দিবাগত রাতে চকশিয়ালকোল এলাকা থেকে বিজয় ও জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি শিহাবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই আনিছুর।