প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাধা দেওয়ায় মানববন্ধন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মুজিবুর রহমান। অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহসভাপতি হাজি আব্দুস শুক্কুর, নুরুল আলম, বান্দরবান জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, মিজানুর রহমান আখন্দ, বান্দরবান সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌরসভা সভাপতি শামসুল হক সামু, সাধারণ সম্পাদক এরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, ‘পাহাড়ের সন্ত্রাসীদের উসকানিতেই রোয়াংছড়ি এলাকায় ১৭টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্মাণ করে দেওয়ার দাবি জানাচ্ছি। পাহাড়ে শান্তি ফেরাতে এবং পাহাড়ি-বাঙালি বৈষম্য দূর করতে ভূমি কমিশন আইন বাতিল এবং পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযানের দাবি জানাচ্ছি।’