প্রবীণ সাংবাদিক ফারুক কাজী আর নেই
সিনিয়র সাংবাদিক ফারুক কাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মেয়ে আরশি কাজী এনটিভি অনলাইনকে বলেন, ‘কয়েক দিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তাঁর কিডনি সমস্যা পাওয়া যায়। সে অনুযায়ী চিকিৎসা দেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।’
ফারুক কাজীর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলে। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কর্মজীবনে ফারুক কাজী ইউএনবি, বিএসএস, অবজারভারসহ বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর সাবেক সহ-প্রেস সেক্রেটারি এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্বে ছিলেন তিনি।
বাংলাদেশ ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফারুক কাজী।