‘প্রেমের টানে’ শহরে, ফিরলেন লাশ হয়ে

ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের আলুকান্দা এলাকার একটি কাঠবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামাল উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাউশমারা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে জামালকে হত্যা করেছে। তাঁর দুই চোখ তুলে ও পুরুষাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করা হয়। পরে ওই নির্জন স্থানে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
এদিকে নিহত জামাল মিয়ার চাচাতো ভাই ফরহাদ জানান, ভৈরব শহরের কমলপুর গাছতলাঘাট এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় থেকে প্রেম হয় জামালের। প্রায়ই তাঁরা ফোনে কথা বলতেন। গত কয়েক দিন ধরে ফোন করে জামালকে শহরে আসতে চাপ দিচ্ছিলেন ওই নারী। গত শনিবার রাতে ফোনে ওই নারীর ডাকে সাড়া দিয়ে ভৈরব শহরে যান জামাল। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
পরে গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় যান ফরহাদ ও জামালের বড় ভাই আবুল মিয়া। সেখানে জামালকে মৃত অবস্থায় শনাক্ত করেন তাঁরা।