প্রেমের ফাঁদে ফেলে তিন বন্ধু মিলে তরুণীকে ‘গণধর্ষণ’

রাজধানীর হাজারীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে এক তরুণীকে (১৮) গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে হাজারীবাগ বালুরমাঠ কামাল সরদার রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজনের নাম রনি, নাজির ও সাগর। ভুক্তভোগী তরুণী রায়েরবাজার এলাকায় থাকেন। একটি হাতমোজা তৈরি কারখানায় কাজ করেন তিনি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, কিছুদিন আগে ওই তরুণীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্কের খাতিরে গতকাল রাত ৯টার দিকে ওই তরুণীকে হাজারীবাগ বালুরমাঠ কামাল সরদার রোডের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান রনি।
‘সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন রনির দুই বন্ধু নাজির ও সাগর। পরে তিনজন মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকার শুনে পাশের লোকজন তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এরই মধ্যে রনি, নাজির ও সাগর পালিয়ে যায়।’
ওসি ইকরাম আলী আরো জানান, ঘটনার পরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।