ফরিদপুরে করোনা ও উপসর্গে নয়জনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/30/faridpur-news-pic.jpg)
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ মোট নয়জনের মৃত্যু খবর নিশ্চিত করেছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টার শেষ হিসাবে জেলায় ৪৭০ জনের করোনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২১৩ জন। যা শতকরা হারে ৪৫ দশমিক ৩১ শতাংশ।
সিভিল সার্জন আরও জানান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটিতে করোনা রোগীদের জন্য ১৬০টি আসন থাকলেও বর্তমানে ভর্তি রয়েছে ১৬৬ জন। হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
ফরিদপুরে এ পর্যন্ত ১২ হাজার ৮৩৪ জন রোগীর করোনা শনাক্ত হয়। সরকারি হিসাবে জেলায় এ পর্যন্ত ২২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, জেলা শহরের ২৩টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে। তবে মানুষ নানা অজুহাতে রাস্তায় বেরিয়ে আসছে। পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করার চিত্র দেখা গেছে।