‘ফাঁসির দড়ি নিয়ে শ্রমিকরা পরিবহনে কাজ করবে না’

নতুন সড়ক ও পরিবহন আইন সংশোধনের দাবিতে হঠাৎ যশোরের ১৮ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালক ও শ্রমিকরা। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিকরা জানায়, আজ যশোর থেকে ১৮টি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। বাইরে থেকে যশোরে কোনো যাত্রীবাহী বাস আসেনি। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচলও বন্ধ রয়েছে।
শ্রমিক-চালকদের দাবি, নতুন আইনে যে শাস্তি ও জরিমানা নির্ধারণ করা হয়েছে তা মেনে কাজ করা সম্ভব নয়। এজন্য তাঁরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। এ কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সব বাস পার্কি করে রেখে দেওয়া হয়েছে। যাত্রীরা বাসের জন্য এসে গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন। তাঁরা বলছেন, এখন হেঁটে বা অন্য বাহনে ফিরতে হবে।
এদিকে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারশনের যুগ্ম সম্পাদক মোর্তজা হোসেন বলেন, ‘ফাঁসির দড়ি নিয়ে শ্রমিকরা পরিবহনে কাজ করতে রাজি না। যে কারণে তাঁরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। এটা কোনো ইউনিয়ন বা ফেডারশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি না।’