বগুড়ায় একদিনে করোনায় আটজনের মৃত্যু, শনাক্ত ৩২৭
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আটজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৭ জনের।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ১৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩২৭ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ১২ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৭৩ জন। বগুড়ায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ৯২৭ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬১৬ জন।
২৫০ শয্যার মোহাম্মাদ আলী হাসপাতালে মারা গেছেন তিনজন। তাঁরা হলেন জয়পুরহাটের হাফিজার রহমান (৬৫), বগুড়ার শিবগঞ্জ উপজেলার আয়াশ আলী (৫৫) ও সদর উপজেলার শিউলি (৩৮)।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালে মারা গেছেন চারজন। তাঁরা হলেন জয়পুরহাটের মোহাম্মাদ আলী (৬০), নওগাঁর রাহেলা খাতুন (৬০), বগুড়ার শেরপুর উপজেলার জোবেদ আলী (৮৫) ও নাটোরের আলীম (৫৫)।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রকাশ কান্তি সরকার (৭৫)।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৬৩৪ জন।