বগুড়ায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ
চাহিদানুযায়ী সারের দাবিতে বগুড়া-ধুনট বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কৃষকরা জানান, তারা সকালে সার নিতে এসে জানতে পারেন চাহিদা অনুযায়ী সার দেওয়া হবে না। পাঁচ থেকে ১০ কেজি করে ইউরিয়া সার দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর পুলিশের উপস্থিতিতে ডিলার শামিম সরকার কৃষকদের মধ্যে সার বিক্রি শুরু করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান ধুনট ইউনিয়নের ডিলার পয়েন্ট থেকে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের কাছে সার বিক্রির সিদ্ধান্ত ছিল। কিন্তু, ইউনিয়নের সব ওয়ার্ড থেকে কৃষকরা আসায় এই সমস্যা সৃষ্টি হয়। সারের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।