বরিশালে বিএনপির নির্বাচনী সভায় হামলা
বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা চলাকালে সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ রোববার দুপুর ২টার দিকে নগরীর ভাটিখানা এলাকার সরিকল লজে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির তিন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী জহির সাজ্জাদ হান্নান বলেন, ‘নির্বাচনী সভা চলাকালে হঠাৎ করে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের তিনজন আহত হন। এঁদের মধ্যে গৌরনদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মুকুল খানকে মারধর করে তাঁর মোবাইল ফোনও ছিনিয়ে নেয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং আমাদের উদ্ধার করে।’
বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে পৌর নির্বাচনে গৌরনদীতে কোনো সভা-সমাবেশ করা যাচ্ছে না। করতে গেলেও নানা বাধা আসছে। সেই দিক বিবেচনা করেই বরিশাল নগরীতে আমার বাসভবনে নির্বাচনী সভার আয়োজন করা হয়। এ সময় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা আমার বাসভবনে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং কয়েকজন নেতাকর্মীকেও মারধর করে।
এদিকে হামলা বা দলীয় কোন্দল বিষয়ক কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।