বাণীশান্তায় বালু ফেলা বন্ধ করতে হবে : খুশী কবীর
বাণীশান্তায় বালু ফেলা বন্ধ করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন ‘নিজেরা করি’র সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি খুশী কবীর।
আজ মঙ্গলবার রাত ৮টায় মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুশী কবীর এ আহ্বান জানান।
বাপা, বেলা, নিজেরা করি, সম্মিলিত সামাজিক আন্দোলন, ব্রাক, এএলআরডি, টিআইবি, আশক, ব্লাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ক্লিন, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুশী কবীর বলেন, ‘আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, প্রথমত তারা স্পষ্টভাবে ঘোষণা দিক বালু ফেলা বন্ধ, কিংবা স্থগিত। দ্বিতীয়ত বালু ফেলার বিকল্প জায়গার ব্যবস্থার জন্য এলাকাবাসী ও আমাদের সঙ্গে বসুক, আমরা বসতে রাজি আছি। আর তৃতীয়ত হলো বালু ফেলা একেবারেই স্থগিত করতে হবে।’
খুশী কবীর আরও বলেন, ‘আমরা চিঠি দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে তাদের সিদ্ধান্তও জানতে চেয়েছি।’
এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সম্মিলিত সামাজিক আন্দোলনের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এএলআরডির শামসুল হুদা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ, বাপার কেন্দ্রীয়নেতা মো. নূর আলম শেখ, ব্লাস্টের অশোক মণ্ডল, বাণীশান্তা কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন প্রমুখ।