বান্দরবানে জিপের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত
বান্দরবানে জিপের চাপায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম তৈয়বা সুলতানা (২৭)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়বা সুলতানা বান্দরবান শহরের বালাঘাটার বাসিন্দা প্রবাসী সৈয়দ আহমদের স্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের বান্দরবান-কেরানিহাট সড়কের রেইছা লম্বা রাস্তা এলাকায় চলন্ত গাড়ি থেকে পড়ে যান গৃহবধূ তৈয়বা সুলতানা। এ সময় অপরদিক থেকে আসা একটি জিপগাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গৃহবধূ তৈয়বা মারাত্মক আহত হন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূ তৈয়বা চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের ঠাকুরকুর গ্রামের বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত গাড়ি এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।