বিউটিশিয়ান ধর্ষণ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী রিমান্ডে
রাজধানীর ধানমণ্ডিতে অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার মামলায় আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যারয়ের শিক্ষার্থী মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শুক্রাবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় এক তরুণী ভুক্তভোগীকে ফোন করে জানান, তিনি পার্লার সংক্রান্ত কাজ করাবেন। সেজন্য ধানমণ্ডি ২৮ নম্বরে আসতে বলেন। সে অনুযায়ী পার্লারকর্মী ধানমণ্ডি ২৮ নম্বরে যান। সেখান থেকে ওই তরুণী পার্লারকর্মী নারীকে শুক্রাবাদের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলির একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, শুক্রাবাদের বাসায় নিয়ে প্রথমে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে মারধর করেন। পরে একাধিক ব্যক্তি ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। আর তাদের সহায়তা করেন ফোন করা ওই তরুণী।
পরে রাতে ওই নারীকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। তিনি সাভারে অবস্থানরত তাঁর স্বামীকে খবর দিলে তিনি শুক্রাবাদে আসেন। পরে স্বামী ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে প্রথমে বিষয়টি ধানমণ্ডি থানাকে জানানো হয়। তবে, ঘটনাস্থল তাদের আওতাধীন না হওয়ায় বিষয়টি শেরে বাংলা নগর থানাকে বুঝিয়ে দেয় ধানমণ্ডি থানা।