বিএনপি নেতা রফিকুল আলম মজনু রিমান্ডে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন এই আদেশ দেন।
আজ ঢাকার সিএমএম আদালতে আসামি মজনুকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া। এরপরে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার (২১ মে) মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে। মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।