বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু
টঙ্গীর বিশ্ব ইজতেমায় আনিসুর রহমান (৭১) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল আটজনে। আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, আনিসুর রহমানকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত আনিসুর ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছিলেন।
ইজতেমায় মারা যাওয়া আরও সাত মুসল্লিরা হলেন- সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নূরুল হক, গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব, ঢাকার কেরাণীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, ঢাকার কেরাণীগঞ্জের মলমলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন খান, মুন্সীগঞ্জের কামাল গ্রামের আক্কাছ আলী সিকদার, চট্টগ্রাম জেলার রাউজান গ্রামের আব্দুল রাজ্জাক ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি।
আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ মোনাজাত আমিন আমিন ধ্বনিতে শেষ হয়। মোনাজাতে দেশসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।