বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১৪ পলাতক আসামি গ্রেপ্তার
বেনাপোলে ২৫ বোতল ফেনসিডিলসহ ১৪ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি অভিযানিক দল বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। আজ রোববার তা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন ছোট আঁচড়া গ্রামের শরিফুল ইসলাম (৩৩), শিকড়ী গ্রামের আনোয়ার ওরফে আনার (২৫), দক্ষিণ বারপোতা গ্রামের রিয়াজুল ইসলাম (৩১), ওহিদুজ্জামান (২৭), ভবারবেড় গ্রামের অনন্যা (৩২), বারপোতা গ্রামের নেওয়াজ শরীফ (৩৯), দীঘিরপাড় গ্রামের জসিম সরদার (৪৯), একই গ্রামের আজগর সরদার (২৮), ভবারবেড় গ্রামের রোমেছা পারভীন (৩১), শিকড়ী গ্রামের মিকাইল হোসেন (৩৯), মহিষাডাঙ্গা গ্রামের নুরুজ্জামান (৪২), আমড়াখালী গ্রামের মোস্তাক হোসেন (২৮), শফি মেম্বার (৪০) ও মো. আলামিন হোসেন (২৭)।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আজ দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।