ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মিছিলে পুলিশের বাধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/17/brahmanbaria-jubodol-pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের কলেজপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
ঢাকা ও সিরাজগঞ্জের নির্বাচনে ব্যাপক কারচুপি ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জেলা যুবদল।
পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশন বার বার প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকারকে খর্ব করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ও সিরাজগঞ্জে প্রহসনের নির্বাচন হয়েছে।
এ সময় বক্তারা ঢাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় ষড়যন্ত্রমূলক কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির সদস্য মমিনুল হক, জসীম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, আবু শামীম আরিফসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।