‘ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনার জন্য চালকরাই দায়ী’

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য আন্তনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ড দায়ী। দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
আজ বুধবার রাজধানীর রেলভবনে মন্দবাগ ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘ভয়াবহ ও মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ তদন্তে আমরা মোট পাঁচটি কমিটি গঠন করে দিয়েছিলাম। এর মধ্যে তিনটি কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এ প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী আন্তনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার), সহকারী চালক (লোকোমাস্টার) ও গার্ড দায়ী। তারা সিগন্যালগুলো যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনা করেছিলেন। ফলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।’
নুরুল ইসলাম সুজন আরো বলেন, ‘আন্তনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনটির চালক (লোকোমাস্টার) ছিলেন তাছের উদ্দিন, সহকারী চালক (লোকোমাস্টার) ছিলেন অপু দে ও গার্ডের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান। তিনটি তদন্ত কিমিটির প্রতিবেদনেই তাদের অভিযুক্ত করা হয়েছে।’
গত ১১ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় মোট ১৮ জন নিহত হন। এ ছাড়া আহত হয় শতাধিক যাত্রী।