ভূপর্যটক রামনাথের বসতভিটা উদ্ধারে বাইসাইকেল শোভাযাত্রা

ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি হবিগঞ্জ শহরের টাউন হল থেকে শুরু হয়। শেষ হয় বানিয়াচংস্থ রামনাথ বিশ্বাসের বাড়িতে। শোভাযাত্রায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
এদিকে, প্রতিদিনের বাংলাদেশের সহকারী সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু বানিয়াচং শহীদ মিনারে আজ সকালে অনশন করেন। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘কমিটির পক্ষ থেকে আমরা আজ হবিগঞ্জ থেকে বানিয়াচং বাইসাইকেল যাত্রা করেছি। আমাদের সঙ্গে যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সাইকেলিস্টরা এসেছেন।’
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু বলেন, ‘এ বসতভিটা পুনরুদ্ধার ও দখলমুক্ত করতে অনেক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দখললের উৎস খুঁজতে গিয়ে সাংবাদিক রাজিব নূর সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। সব মিলিয়ে প্রতিবাদের অংশ হিসেবে আমি প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা করেছি। এতে অনেকে সংহতি প্রকাশ করেছেন। এই বসতভিটা উদ্ধার কমিটির সঙ্গে বানিয়াচংবাসী একমত পোষণ করেছেন।’
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ায় ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন রামনাথ বিশ্বাস। ১৯৩১ সালের ৭ জুলাই বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ শুরু করে প্রায় ৩০টি দেশ ভ্রমণ শেষে ১৯৪০ সালে বানিয়াচং ফিরে আসেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় বসতভিটা ছেড়ে তিনি ভারত চলে যান। ১৯৫৫ সালে তিনি মারা যান। পরে তার বসতভিটা ১ নং খতিয়ানে চলে যায়। বর্তমান ওয়াহেদ নামে এক আওয়ামী লীগ নেতা ওই ভূমি ভোগদখল করছেন।