ভৈরবে দুই নারীসহ তিন মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে দুই নারীসহ তিন মাদক কারবারি আটক। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে বডি ফিটিং গাঁজাসহ দুই নারী ও তাদের এক সহযোগীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলো-মরিয়ম বেগম, ডলি আক্তার ও তৌহিদ হোসেন। আজ শুক্রবার দুপুরে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে শরীরে বিশেষ কায়দায় রক্ষিত সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।