ভৈরবে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া অভিযান এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) অব্যাহত ছিল।
ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথের ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশে অবৈধভাবে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ।
ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় ভৈরব–কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দুই পাশের জায়গা দখল করে লোকজন দুই শতাধিক অবৈধভাবে স্থাপনা, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে। আর স্থাপনা করার আগে রেলওয়ে কর্তৃপক্ষের পূর্বানুমতিও নেয়নি কেউ।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশে ৬০ ফুটের ভেতরে কোনো স্থাপনা গড়ে তোলার নিয়ম নেই। সেই কারণে অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।