ফুলবাড়িয়ায় উচ্ছেদ অভিযান, বিক্ষোভ ব্যবসায়ীদের
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর আন্ডারগ্রাউন্ডে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।
আজ সোমবার বেলা ১১টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান।
অভিযানের প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর জাকের প্লাজা, নগর প্লাজা ও সিটি প্লাজার ব্যবসায়ীরা। তবে এর মধ্যেও অভিযান অব্যাহত থাকে।
বিক্ষোভরত ব্যবসায়ীদের দাবি, আন্ডারগ্রাউন্ডের ৫৩৪টি দোকান ১৯৯৭ সালে বরাদ্দ দিয়েছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। এসব দোকানের ভাড়া তাঁরা নিয়মিত নগরভবনে জমা দিচ্ছেন এবং প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্সও রয়েছে। সুতরাং, এই দোকানগুলো বৈধ। তবু কোনোরকম নোটিশ ছাড়াই ডিএসসিসি দোকানগুলো উচ্ছেদ করছে।
সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের দাবি, আন্ডারগ্রাউন্ড বা পার্কিংয়ের এসব দোকানপাট নকশাবহির্ভূত। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে উচ্ছেদ করা হয় এসব দোকান।
এর আগে গত ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ দোকান উচ্ছেদে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ অভিযান চালায় ডিএসসিসি। তিন দিনের ওই অভিযানে মোট ৬৫০টির মতো দোকান উচ্ছেদ করা হয়।