ভৈরবে ৪ প্রতিষ্ঠানকে ভ্র্যাম্যমাণ আদালতের জরিমানা
কিশোরগঞ্জের ভৈরবে অনুমোদনহীন পণ্য বিক্রি, ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত।
আজ সোমবার শহরের বাসস্ট্যান্ড এলাকার ফুলকলি ফাস্টফুড, দুটি ফলের দোকান ও আল মদিনা নামের একটি হোটেলকে এই জরিমানা করেন ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, অনুমোদনহীন পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সঙ্গে ছিলেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম, বিএসটিআইয়ের ফিল্ড কর্মকর্তা আ. মান্নান।