মধুখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/06/faridpur-modhukhali-thana.jpg)
ফরিদপুরের মধুখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে মাকড়াইল গ্রামের জাহাঙ্গীর হোসেন মধুখালী থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মাকড়াইল গ্রামে নিজ বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাঁকে ভ্যান থেকে নামিয়ে মারপিট করে। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাঁর অবস্থা আরও খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল বাশারের সমর্থক। অপর দিকে ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালিদ হাসান মামুনের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানায়।
এদিকে জাহাঙ্গীরের মৃত্যু সংবাদ আজ সকালে এলাকায় ছড়িয়ে পড়লে বর্তমান চেয়ারম্যান আবুল বাশার পক্ষের লোকজন পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ালিদ হাসান মামুনের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি।