মসজিদে জমি দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা খুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মসজিদে জমি দেওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জোসনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গতকাল রোববার রাতে উপজেলার উত্তর রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত জোসনা বেগম উত্তর রৌহা গ্রামের মৃত আবদুল লতিফের স্ত্রী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, উপজেলার উত্তর রৌহা গ্রামে একটি মসজিদের কাছাকাছি আরেকটি নতুন মসজিদ নির্মাণের জন্য জোসনা বেগমের দেবর-ভাশুররা জমি দান করেছিলেন। সেখানে জমি দেওয়ার জন্য জোসনা বেগমের পরিবারকেও চাপ দেন দেবর-ভাশুররা।
এ বিষয়টি নিয়ে গতকাল সন্ধ্যার পর উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে গুরুতর আহত হন জোসনা বেগম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাটুরিয়ার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জোসনা বেগমের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।