মাগুরায় আইসোলেশনে থাকা কৃষকের মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা বাকি মিয়া (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার শ্বাসকষ্ট বেশি হলে তাঁকে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে তিনি সকাল ৭টার দিকে মারা যান।
মৃত কৃষক বাকি মিয়া মোহাম্মদপুর উপজেলার কলমধরি এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর পর কাছাকাছি চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকসেদুল মোমিন বলেন, ‘জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও করোনার উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থা সন্দেহজনক মনে হলে তাঁকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে আজ সকালে তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হচ্ছে।’
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘মৃত ওই ব্যক্তির বাড়িসহ প্রতিবেশীর মোট চারটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।’