মাগুরায় আ.লীগের কর্মীকে কুপিয়ে জখম, আটক ৩
মাগুরার শালিখা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিলুর রহমান (৫০) নামের এক আওয়ামী লীগের কর্মীকে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ হামলায় আহত হয়েছে আরো পাঁচজন। আজ সোমবার নাঘোষা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আহত খলিলুর রহমান উপজেলার নাঘোষা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের একজন কর্মী এবং উপজেলার সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারে সমর্থক বলে জানা গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, নাঘোষা গ্রামসহ তালখড়ি ইউনিয়নের বাসিন্দারা স্থানীয় আওয়ামী লীগের দুইটি গ্রুপে দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিভক্ত। এরা একপক্ষ স্থানীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ও অপর পক্ষ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হেসেনের সমর্থক। সম্প্রতি সাংসদ সমর্থিত কয়েকজন দল ভেঙে উপজেলা চেয়ারম্যানের পক্ষে যোগ দেয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে আজ সকালে উপজেলা চেয়ারম্যান সমর্থকরা সাংসদ সমর্থক খলিলুর রহমান বাড়িতে হামলা চালায়। তারা খলিলুর রহমানের বাম পা ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে এবং আরো পাঁচজনকে কুপিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা তিনটি বাড়িঘরও ভাঙচুর করে।
খলিলুর রহমানসহ আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে খলিলুর রহমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর পায়ের সব রগ কেটে গিয়ে বাম পা-টি চামড়ার সঙ্গে লেগে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর হয়েছে।’